সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগের কার্যালয়: ভূতুড়ে পরিবেশ আর ধ্বংসাবশেষে পরিণত, ছড়াচ্ছে গন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। সাজানো গোছানো ভবনটি বর্তমানে একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

ভেতরের আসবাবপত্র লুট হয়ে যাওয়ার পর, ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নিচতলায় মলমূত্র জমে থাকায় একটি বড় শৌচাগার হিসেবে ব্যবহার হচ্ছে, যার ফলে প্রতিবেশীরা উৎকট গন্ধের কারণে নাক চেপে সামনে দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর, আগস্ট মাসজুড়ে চলছে লুটপাট। শুধু গুলিস্তান কার্যালয় নয়, তেঁজগাওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস ও ধানমন্ডির সভাপতির কার্যালয়ও আগুনের কবলে পড়ে এবং সেখান থেকে মালামাল লুট করা হয়। এরপর থেকে তিনটি ভবনই অনাবাদি হয়ে পড়েছে।


এই প্রতিবেদক মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখেছে এ তিনটি কার্যালয়। গুলিস্তানের অফিসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিবাগত বেলা দুইটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, নিচতলাটি মুক্তিনামূলকভাবে গণশৌচাগার হিসেবে ব্যবহার হচ্ছে। গন্ধের কারণে অনেকেই নাক চেপে ভবনের সামনের অংশ পার হচ্ছেন এবং পুরুষ ও নারীরা এখানে শৌচকাজ করছেন।

ভবনের ভেতরে প্রবেশের পর দেখা যায়, নিচতলায় দুটি কক্ষে নোংরা পানি জমে আছে এবং ময়লা আবর্জনার স্তূপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। এসব কক্ষের দরজা খুলে নেওয়া হয়েছে এবং দেয়াল ধসিয়ে ফেলা হয়েছে। ছয়তলায় গিয়ে দেখা যায়, সেখানে কয়েকজন মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন, যারা মনে হচ্ছে ছিন্নমূল।

স্থানীয় ভ্রাম্যমাণ দোকানিরা জানান, তারা দীর্ঘ দিন ধরে সেখানে ব্যবসা করছেন এবং এ দশা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে একজন দোকানদার বলেছেন, "ক্ষমতা কখনো স্থায়ী হয় না, এটাই সবার বোঝা উচিত।"

তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসেরও একই অবস্থা। এখানে আগুনে পোড়া চিহ্ন এবং ভাঙচুরের পরিস্থিতি বোঝা যায়। স্থানীয় বিএনপির নেতা রফিক মাতব্বর জানিয়েছেন, ছিন্নমূল লোকজন এখানে মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের অবস্থা আরও খারাপ। প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরের সবকিছুর ভাঙচুর করা হয়েছে। স্থানীয় চা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিনের মতো কেউ এখানে আসেন না। পুলিশ মোবাইল ফোন তল্লাশি করছে, তাই অনেকেই এ জায়গায় আসতে ভয় পাচ্ছেন।

এখন এই তিনটি কার্যালয়ের অবস্থা এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে যে, রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সঙ্গে জনগণের দৃষ্টিকোণও পাল্টায়। ভবনগুলো থেকে মানুষ বাস্তবে ভুতুড়ে পরিবেশের মধ্যে বসবাস করছে, যা এই রাজনৈতিক পরিস্থিতির কর্মকাণ্ডের কড়া প্রতিফলন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন