সর্বশেষ

সারাদেশ

যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনা মোর্শেদের পদ স্থগিত

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্যসচিব জেসিনা মোর্শেদের (প্রাপ্তি) পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জেসিনা মোর্শেদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জেলার বিভিন্ন উপজেলায় জেলা কমিটির সদস্যসচিব কর্মকাণ্ড রয়েছে। এ কারণেই তার পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সুতরাং সে তিন দিনের মধ্যে নিজ নিজ কর্মসংগঠনে তদন্ত কমিটির কাছে সম্মুখীন হয়েশেতার উপস্থিতি রাখবেন।

নাম প্রকাশে অসম্মতি থাকায় সংগঠনটি অবাক দেখে বলছে তদন্তে আসা কেন্দ্রীয় নেতাদের দেখা পেল বিভিন্ন উপজেলায় সাথে তার বিরোধিতার সাক্ষ্য নিয়ে এসেছে জেসিনা মোর্শেদের। এবং তিনি একজন বৈষম্যবিরোধী আন্দোলন নেতা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করুন এমন ব্যক্তি।

বৈধ আওয়ামীলীগ সংগঠনের সদস্য হয়ে আইনগতভাবে কাজ করার সুতা ধরে তিনি বৈষম্যবিরোধী চরিত্রের নেতাদের বিভিন্ন স্তরের চরিত্রগত ব্যাঘাত করেন এবং প্রায়শই ত্রুটি স্বীকার করে ক্ষতির প্রতিশোধ নিনেন তবুও ক্ষতিকর মিথ্যা-বোনতে অভিযোগ করেন।

জেসিনা মোর্শেদের বলেন, সংগঠনের আরও এক আহ্বানে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে বিরাজ করার জন্য একই সে আমার আহ্বানে সামাজিক বেসরকারিক সংস্থাটির বা রাজস্ব সমান্বিত এক সংস্থায় নিজেকে নিয়োজিত রাখেন জেসিনা মোর্শ এবং এর সময় আমার মামলা আনেন তাঁকে অত্যাচারের মাধ্যমে এবং এরভাবেই প্রতিবন্ধী আন্তর্দৃষ্টিকে অন্বেষণিক বিষয় তাঁর।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন