সর্বশেষ

আইন-আদালত

লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী কারাগারে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিকৃত মনোভাবের অধিকারী লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে করা এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

  
জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬ এর বিচারক কামরুন নাহার এই আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগপত্র গ্রহণ হওয়া পর্যন্ত জামিনে ছিলেন ফাহিম। অভিযোগপত্র জমা পড়ায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।


আইয়ুব আলী ফাহিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলাটি হয় ২০২৩ সালের ৫ ডিসেম্বর। সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।

মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী অর্থাৎ ভুক্তভোগী নারী আসামি ফাহিমের সৎ মেয়ে। বাদীর বয়স যখন আট বছর, তখন তার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে বাদীর মায়ের সঙ্গে ফাহিমের বিয়ে হয়।

২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর বাদীর মা যুক্তরাষ্ট্রে চলে যান। বাদীর বিয়ে হয় বাংলাদেশে। পরে তারও বিচ্ছেদ ঘটে। বাদীর এক ছেলে সন্তান রয়েছে।


মামলায় বলা হয়, ২০২২ সালের ৩০ মার্চ রাতে অস্ত্রের মুখে এবং ভুক্তভোগীর সন্তানকে হত্যার হুমকি দিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেন আইয়ূব আলী। এরপর প্রায় পাঁচ মাস নানা সময় জিম্মি করে ধর্ষণ করেন তিনি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন