সর্বশেষ

খেলা

মাতসুশিমা সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বেশ কিছুদিন ধরে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার, জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া।

৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে দুটি ছবি শেয়ার করে সুমাইয়া লিখেছেন, "আসসালামু আলাইকুম, আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ইন্টার স্কুলে, তারপর মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশ নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী করতে পেরে আমি গর্বিত।"

এ পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে সাতটি ম্যাচ খেলা সুমাইয়া আরও বলেন, “ফুটবলকে আমার পথ হিসেবে বেছে নেওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিল, তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যারা শুধু পড়াশোনায় মনোযোগী থাকতে চান। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে, খেলার প্রতি আবেগ ও নিবেদন সব প্রতিবন্ধকতাকে জয় করতে পারে। এখন এটা ভাবলে দুঃখ হচ্ছে যে, আমি এত কিছু উৎসর্গ করেছি, আমার শিক্ষা, পরিবার, সবকিছু এমন এক দেশের জন্য, যে দেশ আমাদের লড়াইয়ের প্রশংসা করতে জানে না।”

স্ট্যাটাসের পরবর্তী অংশে সুমাইয়া হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেন, "ফুটবল খেলার জন্য আমি আমার পরিবারকে নিয়ে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা অন্যরকম। সত্যি বলতে, কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার মতো সামর্থ্য আমি রাখি। কয়েকদিন ধরে আমি বারবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। এ ধরনের ভাষা আমাকে ভেঙে দিয়েছে, যা আমি কখনো কল্পনাও করিনি।"

 
 
 
সুমাইয়াকে কারা হুমকি দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, সে ব্যাপারে ফেসবুক স্ট্যাটাসে কিছু লেখেননি তিনি। নিজের মানসিক অবস্থা বোঝাতে সুমাইয়া স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘আমি জানি না, এই মানসিক বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে এটা বলতে চাই, শুধু তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য আর কাউকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়।’

 
মূলত, গত অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলাকালে কিছু নারী ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর এক সিনিয়র ফুটবলার প্রকাশ্যেই বলেছিলেন, পিটার বাটলার কোচ থাকলে ক্যাম্পে উঠবেন না। তারপরও এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাফুফে। এতে বিদ্রোহের ডাক দেন ফুটবলাররা। ১৮ বিদ্রোহী ফুটবলার সম্প্রতি এক চিঠিতে বাফুফেকে জানিয়ে দিয়েছেন, বাটলার কোচ থাকলে বাংলাদেশের হয়ে খেলা দূরে থাক, অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন না এবং প্রয়োজনে গণঅবসরে যাবেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন