সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে মারামারি করতে গিয়ে কান কাটা পড়লো ইসরাইলের

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসরাইল হোসেন (৪০) নামে একজনের একটি কান কেটে গুরুতর আহত হয়েছেন ।

এ ঘটনায় আহত হয়েছেন তার মা রহিমা বেগম (৭০)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইসরাইল হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহত ইসরাইল জগতলা নতুনপাড়া গ্রামের মৃত শামসুল মুন্সীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের সাথে একই এলাকার মৃত সিদ্দিক মুরাদের ছেলে নজরুল ইসলাম, জহিরুল ইসলাম ও সাইদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।

তারই জের ধরে সোমবার সকালে ইসরাইল হোসেনের বসতবাড়ির সামনে দুই পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম গং ধারালো কোদাল ও দা দিয়ে ইসরাইল হোসেন ও তার মা রহিমা বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

এতে ইসরাইল হোসেন এর বাম কানের অর্ধেক অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত মা-ছেলেকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ইসরাইলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘আহত ইসরাইলকে নিয়ে তার পরিবার চিকিৎসার কাজে ব্যস্ত রয়েছে। চিকিৎসা শেষে তারা ফিরে এসে মামলা করবেন বলে জানিয়েছেন। মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন