সাইফকে হামলার জন্য কি তাহলে কারিনাই দায়ী!!
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাড়িতে নিরাপত্তারক্ষী না রেখেই যত ভুল করলেন কারিনা। আর এজন্যই অরক্ষিত বাড়িতে সহজেই ঢুকে পড়তে পারলো হামলাকারী।
আর তাছাড়া গাড়ির চালকও ছিলো না বাড়িতে। আর তাই তো অতো রাতে ট্যাক্সিতে করে হাসপাতালে যেতে হয় সাইফকে।
এবার ওই হামলার ঘটনার জন্য সাইফ স্ত্রী কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তিনি নন, এ নির্মাতার স্ত্রী শিবাও বলেছেন একই কথা।
কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন এই নির্মাতা দম্পতি। বলছেন, কোটি কোটি রুপি পারিশ্রমিক নেন কিন্তু নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা।
নির্মাতা আকাশদীপ খোঁচা দিয়ে বলেন, নারী-পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো ২১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা। তাদের ১০০ কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তারক্ষী আর একজন গাড়ির চালক রাখতে পারবেন।
তাছাড়া হামলার ওই রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলি খান। বিষয়টি নিয়ে হাস্যরস করেন আকাশদীপ। তিনি অনেকটা ইঙ্গিত দেন, যেন অটোর কথা বিশ্বাস করেননি।
১৫ জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা করে ডাকাত দল। ছয়বার ছুরিকাঘাত করায় রক্তাক্ত হয়েছিলেন সাইফ। ঘটনার তিন দিনের মধ্যে অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। সাইফও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু ওই ঘটনার আলোচনা সমালোচনা এখনো বন্ধ হয়নি।
১৩১ বার পড়া হয়েছে