সর্বশেষ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: মোশাররফ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে যুক্তরাজ্যের আদলে দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

তিনি আজ (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই মূলনীতির আওতায় উন্নত দেশের স্বাস্থ্যব্যবস্থার নজির অনুসরণ করে সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে।

খন্দকার মোশাররফ হোসেন আরও জানান, দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত জনগণের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী বৃদ্ধি করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% এর কম বরাদ্দ হবে না। এছাড়া প্রাথমিক এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত পল্লী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যাতে সংক্রামক এবং অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা যায়।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ঐতিহ্যবাহী ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, কবিরাজি চিকিৎসা ব্যবস্থা বর্তমানে অবহেলিত হচ্ছে, যা সংস্কারের মাধ্যমে এগুলোর উন্নতি নিশ্চিত করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন