মহাখালীর বর্তমান পরিস্থিতি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মহাখালী তিতুমীর কলেজ এলাকায় চলছে শিক্ষার্থীদের আন্দোলন।
শুধু এই এলাকাতেই নয়, শিক্ষার্থীরা আজ বিকেলে রেলপথ অবরোধ করেছে। এতে একটি চলন্ত ট্রেন গতিরোধ করে লাইনে আটকা পড়ে। ফলে রেলপথও বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশৃঙ্খলা রোধে মহাখালী রেলগেট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
১৩৬ বার পড়া হয়েছে