শিক্ষার্থীদের আন্দোলন: ট্রেন থামিয়ে মহাখালী রেলক্রসিং অবরোধ
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি অনুযায়ী আজকে মহাখালী রেলক্রসিং অবরোধ করা হয়। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আন্দোলনের মুখে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকা পড়ে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হয়েছে। তবে কোনো সমস্যা হয়নি।
১২৪ বার পড়া হয়েছে