সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর সেনাবাহিনীর সাঁজোয়া যান

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। কেননা, পুলিশ কর্তৃক আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সেনাবাহিনী এই ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানার সামনে সাঁজোয়া যান নিয়ে অবস্থান করেন সেনা সদস্যরা।

এর আগে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকদের সন্দেহে আটক ব্যক্তি মুক্তি পেতে হামলা চালালে ঘটনাটি উদ্ভূত হয়। হামলায় থানার পাঁচজন পুলিশ সদস্য আহত হন এবং হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানায়। এ ঘটনার পর একজনকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে, বঙ্গবন্ধুর সমাধির কাছে খান সাহেব শেখ মোশাররফ হোসেন কলেজের সামনে অনুষ্ঠিত একটি কর্মসূচির লিফলেট বিতরণকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ যখন ঘটনাস্থলে এসে লিফলেট বিতরণ বন্ধ করতে যায়, তখন স্থানীয়দের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। এসময় পুলিশ এলাকায় মুদি দোকানদার সাফায়েত গাজীকে আটক করতে গেলে হামলার ঘটনা ঘটে।

পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে মারধর করা হলে পরে সেখানে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদেরও হামলার শিকার হতে হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে উদ্ধার করেন। এখন ওই এলাকায় উত্তেজনা বিরাজিত রয়েছে।

হামলার পর থেকেই নিরাপত্তা বাড়াতে টুঙ্গিপাড়া থানার সামনে সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী অবস্থান করছে। পাশাপাশি, থানার চারপাশে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, থানার নিরাপত্তা নিশ্চিত করতে সাঁজোয়া যানসহ সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। হামলায় আহত পাঁচজন পুলিশ সদস্যের চিকিৎসা চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, পুলিশের গাড়িতে হামলা ও সদস্যকে অবরুদ্ধ করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং এলাকার উত্তেজিত জনগণকে শান্ত করে পুলিশ সদস্যকে উদ্ধার করেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন