সর্বশেষ

জাতীয়

সালমান এফ রহমান, আনিসুল হকসহ ৬ জন আবারও রিমান্ডে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৬ জনকে রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলার সুনাদি শেষে আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্টোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক কর্তৃক করা ৫ দিনের রিমান্ডের প্রস্তাব না গ্রহণ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিপক্ষের ৬ জন আইনজীবী রিমান্ড বাতিল করে আরও জামিন চান। রাষ্ট্রপক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন।

রিমান্ড দেয়া হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৬ জনের। বাকি সহযোগীরা হলেন- সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগের নেতা গোলাম সারওয়ার পিন্টু।

বিচারক মামলা শেষে বলেন, বাড্ডা মুহূর্তে অটোরিকশাচালক হাফিজুল শিকদার মারা যাওয়ায় এ আসামিদের নামে ২১ শে আগস্ট আসামের মধ্যে মুখপাত্রদ্বয়ে ক্ষমতা হুইম হতে হয়েছে বলে মামলা দায়ের করা হয়েছে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন