সর্বশেষ

সারাদেশ

আজকে ঢাকায় যত আন্দোলন, সড়কে দুর্ভোগ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে জুলাই আন্দোলনে আহতদের এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলন কমসূচি।

উন্নত চিকিৎসার দাবিতে ঢাকার শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে তারা ওই মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এতে  মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মিরপুর রোডের দুই পাশেই বিপুল সংখ্যক যানবাহন আটকে থাকতে দেখা গেছে। পুলিশ সদস্যরা আসাদগেট থেকে গাবতলী-মিরপুরগামী যানবাহনগুলোকে মোহাম্মদপুরের ভেতর দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মহাখালী তিতুমীর কলেজের সামনের দুই রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমতলী মোড় ও রেলপথে ব্লকেড কর্মসূচি সাময়িক স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পন্ন বন্ধ হয়ে যায়।

এদিকে, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সকালে ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির কারণে মানুষ ফিরছে রাজধানীতে। এতে ঢাকায় প্রবেশের সড়কগুলোতেও আছে মানুষের উপচে পড়া চাপ।  

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন