সর্বশেষ

ফেবু লিখন

বিনয়, নম্রতা ও ভালো আচরণ শেখ সাদীর রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জল

সাইফুল হাসান, ফেসবুক থেকে:
সাইফুল হাসান, ফেসবুক থেকে:

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বউ-বাচ্চার সাথে বসে গল্প করছি বনভোজন স্পটের এক কোণায় বসে। হঠাৎই এক ভদ্রলোক এগিয়ে এসে ডাক নাম ধরে নিশ্চিত হতে চাইলেন আমিই উনার পরিচিত ব্যক্তি কি না!

জি আমি নাম রিকু। বলতেই, জানতে চাইলেন উনাকে চিনি কি না? বললেন, আপনার সাথে ৩০ বছর পর দেখা। উনার সাথে বহু মানুষ। অনুষ্ঠানের মূল ভিড় তাকে ঘিরেই। বিনয়ী, মৃদুস্বরে কথা বলছেন। আমাদের এলাকার গণমান্য অনেক মানুষ তাঁর সাথে। বলা ভালো উনার কারণেই খোকসা থেকে অনেকেই ঢাকা এসেছেন সমিতির বনভোজনে। পরিচিত অনেক মুখ দেখে ভালো লাগলো।

ভদ্রলোকের সঙ্গীরা জানালেন উনি শেখ সাদী। বিএনপি নেতা। এবার এলাকায় গিয়ে প্রচুর গল্প শুনেছি। সাধারণের মধ্যে খুবই পরিচিত মুখ। পরোপকারী এবং বিত্তশালী। সে মনোনয়ন দৌড়ে আমাদের আসনে সবচেয়ে এগিয়ে থাকা বিএনপি নেতা।

সবাইকে জানালেন, উনি যখন কলেজে ঢোকেন আমরা তখন ছাত্র নেতা। স্মৃতিচারন করলেন। সবচেয়ে বড় কথা কলেজের সিনিয়র ভাই হিসেবে যে সম্মান দেখালেন তা ছিলো অভূতপূর্ব। হৃদয় পরিপূর্ণ। আমার স্ত্রীকে ডেকে কথা বললেন। মঞ্চে উঠে আলাদা করে দেখা হবার কথা বললেন। সাদীর নিরহংকারী ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে। সে গতানুগতিক নেতাদের মতো না।

শেখ সাদী, এশিউর গ্রুপের চেয়ারম্যান। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি। আমার বিশ্বাস শেখ সাদীর রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জল। তার বিনয়, নম্রতা ও ভালো আচরণ তাকে রাজনীতিতে এগিয়ে নেবে।

শেখ সাদীর মতে তরুন নেতৃত্ব দেশ ও রাজনীতির জন্য দারুন আশাব্যঞ্জক। ভাই আমার, অনেক শুভকামনা ও ভালোবাসা। তোমার নেতৃত্বে এলাকার মানুষের জীবনমান অনেক উন্নত হবে, সাধারণ মানুষ হিসেবে এই কামনা করি।

আল্লাহ তোমার কল্যান করুন।

লেখক: কলাম লেখক।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন