অপরাধ![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মিরপুর বিভাগের ডিবি পুলিশ।
রাজধানীতে ছিনতাইকালে যুবক আহতের ঘটনায় ৪ জন গ্রেফতার
![স্টাফ রিপোর্টার](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
স্টাফ রিপোর্টার
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মিরপুর বিভাগের ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও মোঃ রাহাত হোসেন (১৮)।
ডিবি পুলিশসূত্রে জানা যায়, গত ৩০ জানুযারি দুপুর আড়াইটার দিকে রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির এলোপাতাড়ি আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে, এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি পুলিশ। গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত ১ জন এবং আরো ৩ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, জানায় পুলিশ।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর