সর্বশেষ

রাজনীতি

বিএনপি-জামায়াতের জন্য ছাত্রশিবিরের কঠোর অবস্থান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কোনো সন্ত্রাসী গ্রেফতার হলে তার জন্য সুপারিশ করার ক্ষেত্রে বিএনপি-জামায়াতকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতারা। এতে বিএনপি-জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র শিবিরের আপোষহীনতা প্রকাশ পেল।

শুক্রবার (৩১ জানুয়ারি) ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিবিরের নেতারা এই হুঁশিয়ারি করে বক্তব্য দেন। 

এদিন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। মসজিদের সামনে থেকে লালদিঘী, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

এই দলগুলোর কোনো ভুল সিদ্ধান্তে ছাত্রশিবির সায় দেবেনা বলেও স্পষ্টতা দেখা যায়।

এসময় বক্তব্যে নেতারা   অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও মন্তব্য করেন। 

তারা বলেন, ‘আমরা কোনো দলের এ রকম নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।

 
এ সময় মহানগর ছাত্রশিবিরের নেতারা আগামী দিনের ছাত্রশিবিরের ঘোষিত সব কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করেন বলেও জানান।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন