সারাদেশ
এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার সকাল পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
এখন পর্যন্ত ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু কিভাবে

গাজীপুর প্রতিনিধি
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার সকাল পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া তিন মুসল্লিরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০) এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাগবপুর গ্রামের মৃত নয়াবুল্লার ছেলে ইয়াকুব আলী ((৬০))।
জানা গেছে, গত রাতে মুসল্লি ইয়াকুব আলীর বুকে ব্যথা হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান ছাবেদ আলী (৭০)। বাকীদের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর