সর্বশেষ

জাতীয়

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের পথে ৬ বিপ্লবী সৈনিক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই বিপ্লবে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন, মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও  তাহসিন হোসেন (১৩)।

  

এ তিনজনই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরমধ্যে মোহাম্মদ ইসরাফিলের বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হচ্ছে।

রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। তাদেরও রোবটিক ফিজিওথেরাপির জন্যই পাঠানো হচ্ছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন