সর্বশেষ

জাতীয়

সপ্তাহজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা আছে : আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৫:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী বুধবার রাত থেকে এক সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের অবস্থান রয়েছে।

প্রথম ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ স্থান শুষ্ক থাকতে পারে। তবে রাতের শেষ দিকে থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে রাতের শেষ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) রাতে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন