সারাদেশ![রাজশাহী প্রতিনিধি](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
রাজশাহী স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে ক্ষুব্ধ যাত্রীরা
![রাজশাহী প্রতিনিধি](https://ei-matro.vercel.app/_next/image?url=%2F_next%2Fstatic%2Fmedia%2Favatar.f3680d3c.webp&w=32&q=75)
রাজশাহী প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
ফলে ক্ষুব্ধ হয়ে অনেকে স্টেশন ভাঙচুর করেছেন।
হঠাৎ ট্রেন বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন। তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর