লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপহার প্রদান জামায়াতে ইসলামীর

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপহার তুলে দিচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ’র বান্দরবান জেলা শাখার আমীর এস এম আব্দুচ্ছালাম আজাদ।
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া ত্রিপুরা পাড়ায় সম্প্রতি সংঘটিত এক অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশ’র নেতৃব্দৃরা।
গত রবিবার দুপুরে দলটির বান্দরবান জেলা শাখার আমীর এস এম আব্দুচ্ছালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ’র উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীম ও সরই ইউনিয়ন আমীর মোহাম্মদ ইকবাল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আমীর এস এম আব্দুচ্ছালাম ১৭ ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।
উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় আমীর এস এম আব্দুচ্ছালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের পাশে থাকতে, যেন তারা সাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারেন।
১৬৯ বার পড়া হয়েছে