সর্বশেষ

সারাদেশ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল প্রতিনিধি

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
'কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি'- এই শ্লোগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে নিজস্ব অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সাল মোঃ মুরাদ এর সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.আব্দুল মুজিদ,উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, অধিনায়ক ৪৯ বিজিবি ব্যাটালিয়ন যশোরে, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস।

তিনি বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনয়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ম কমিশনার হাফিজুর রহমান, যুগ্ম কমিশনার সুশান্ত পাল, সম্মানিত করদাতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সেমিনার ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারি কমিশনার আসিবুল হক।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন