সর্বশেষ

জাতীয়

শাহবাগ এলাকার পরিস্থিতি এখনও থমথমে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদের সামনে পুলিশ ও ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মুখোমুখি অবস্থান দেখা গেছে।

এর আগে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে নামলে শাহবাগ মোড়ে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

কিন্তু জলকামান নিক্ষেপ করলেও রাস্তা থেকে সরে যাননি শিক্ষকরা। পুলিশ চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। কাউকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না। অন্যদিকে শিক্ষকরা রাস্তায় বসে পড়েন।

 

এলাকার বর্তমান পরিস্থিতি এখনও থমথমে। শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষকরা ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘আমার ভাই আহত কেন—প্রশাসন জবাব চাই’, ‘চাকরি আছে বেতন নাই—এমন কোনো দেশে নাই’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অন্য পাশে পুলিশ লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন