সর্বশেষ

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হলেও বিপদ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লস অ্যাঞ্জেলেসে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দাবানল থামানোর জন্য সেখানে আসন্ন বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিতে পারে।

বৃষ্টি হলে একই সঙ্গে নতুন বিপদও ডেকে আনতে পারে।  

যদি বৃষ্টি খুব দ্রুত ও ভারি হয়, তবে তা সমস্যা সৃষ্টি করতে পারে। লস অ্যাঞ্জেলেসের মাটি এখনও শুকনো। কারণ এখানে বছরের প্রথম বৃষ্টি হয়নি। তাই বৃষ্টির পানি দ্রুত প্রবাহিত হয়ে মাটির ধস ও বন্যা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৃষ্টি ভারি হলে পুড়ে যাওয়া পাহাড়ি অঞ্চলের মাটি ও আবর্জনাকে নিচে এনে বাসস্থান ও অবকাঠামো ধ্বংস করতে পারে। ভূমিধসের আশঙ্কা রয়েছে এমন এলাকায় এরইমধ্যে আড়াই কোটিরও বেশি স্যান্ডব্যাগ রাখা হয়েছে। পাহাড়ে ‘ডেব্রিস ড্যাম’ তৈরি করা হয়েছে যাতে অতিরিক্ত মাটি আটকে রাখা যায়।

 

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যা পরিস্থিতির স্থানীয় কর্মকর্তারা সাবধান করেছেন। বৃষ্টির পানি যেন বিপজ্জনক হয়ে না উঠতে পারে সে লক্ষ্যে জরুরি আদেশ জারি করেছেন তিনি।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন