আলাদা ঘটনায় ছাত্রলীগের হামলায় ২ সমন্বয়ক আহত
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ ও পাবনায় ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়কের আহতের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ওমর শরীফ নামে এক সমন্বয়কের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।
হামলার এ ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এদিকে, পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের নাম ইব্রাহিম হোসেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে