জাতীয়মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা।
মহার্ঘ ভাতা বাতিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা।
এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন বক্তারা।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর