সর্বশেষ

রাজনীতি

নতুন দল গঠন প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক হওয়া জরুরি : তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন রাজনৈতিক দল গঠন হলে তাকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,  এই প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক হওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ। 

এক্ষেত্রে রাষ্ট্র কিংবা প্রশাসনের সহযোগিতা নিলে তা হতাশাজনক হবে। 

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি একথা জানান।

এছাড়া, সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষেই বিএনপি আছে বলে জানান তারেক রহমান। 

তিনি আরো বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সংসার চালানো। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকারের মতো সরকারের পক্ষে সিন্ডিকেট থেকে মুক্তি দেয়া সহজ। জনগণের ওপর ভ্যাটের বোঝা কেন চাপিয়ে দেয়া হচ্ছে। এই সরকার এখনও কেনো বাজার সিন্ডিকেট নষ্ট করতে পারেনি। সরকার কেউ কেউ অন্য দিকে মনোযোগী হওয়ায় দ্রব্যমূল্য সরকারের অধীনে আসছে না বলে এমনটা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তারেক রহমান। তবে সীমাবদ্ধতা থাকা স্বত্বেও এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন