রাজনীতি'নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে। আর এমন হলে জনগণ আবারও অধিকার হারালে অন্যশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে' এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনগণ আবারও অধিকার হারালে অন্যশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে। আর এমন হলে জনগণ আবারও অধিকার হারালে অন্যশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে' এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
এ সময় নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এ সময় 'বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না' বলেও সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
আলোচনাসভায় বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূরসহ অনেকে উপস্থিত ছিলেন।
২০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর