জাতীয়
আবারও বিমানবন্দরে বোমা হামলার হুমকি এসেছে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।
দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকি, এবারও ভুয়া প্রমাণিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আবারও বিমানবন্দরে বোমা হামলার হুমকি এসেছে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।
কিন্তু দ্বিতীয়বারের মতো এবারও বোমা হামলার হুমকির বার্তাটি ভুয়া প্রমাণিত হয়েছে। তল্লাশি করে হুমকিস্বরূপ কিছু পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হুমকির বার্তাটি আসে। এরপর রাত আড়াইটা পর্যন্ত তল্লাশি চালানো হয়।
এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে '৩৪ কেজি বিস্ফোরক আছে' - এমন হামলার হুমকি বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে দেয়া হয়।পরে সেই ফ্লাইট অবতরণের পরও তল্লাশি চালিয়ে কিছু মেলেনি।
১৯০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর