সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে জেলা প্রশাসক বন্ধের নোটিশ দেয়ার পরও চলছে 'মাহি ব্রিকস'

ধামরাই প্রতিনিধি
ধামরাই প্রতিনিধি

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে জেলা প্রশাসকের নোটিশ উপেক্ষা করে আবাসিক এলাকায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় ইট ভাটা 'মাহি ব্রিকস' কর্তৃপক্ষ। 

ঢাকার ধামরাইয়ের সীতি পাল্লি এলাকায় গত ৮ জানুয়ারি অভিযান চালিয়ে মাহি এন্টারপ্রাইজের অধীনস্ত 'মাহি ব্রিকস' বন্ধ করে নোটিশ দিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসক। কিন্তু সেই নোটিশের কোন তোয়াক্কা না করে পুরাপুরি ভাটা কার্যক্রম পরিচালনা করছে মাহি ব্রিকস।

 


মাহি ব্রিকসে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। 

 

 

অভিযান সূত্রে জানা যায়, মাহি ব্রিকসের সকল কাগজপত্র মেয়াদোত্তীর্ণ থাকার কারনে ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে একটি নোটিশ সাটিয়ে দেয়। এছাড়াও নগদ ৫লাখ টাকা জরিমানা করা হয় ভাটার মালিককে।

কিন্তু মাহি ব্রিকস এর মেইন গেটের সামনে বন্ধ নোটিশ থাকা সত্ত্বেও ভাটা কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

 

 এদিকে, কোন বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিয়মিত ভাটার কার্যক্রম পরিচালনা করছে সেই প্রশ্নই স্থানীয় সচেতন মহলের।

 

 

 

স্থানীয়রা জানায়, 'আবাসিক এলাকায় কিভাবে ইটভাটা চালিয়ে আসছে এটা আমাদের বোধগম্য না। আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে, স্কুল রয়েছে। তাছাড়া এই ইটভাটার কারনে আমাদের তিন ফসলি জমির মাটি কেটে বিলীন করে দিচ্ছে। প্রশাসন বন্ধ করে দিয়েছে এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু বন্ধ করার পরও কিভাবে এই ভাটার কার্যক্রম পরিচালনা করে এ বিষয়ে  স্থানীয় প্রশাসনের নজর রাখা দরকার।'



সরেজমিনে গিয়েও প্রকাশ্য দিবালোকে  ভাটার কার্যক্রম চলতে দেখা যায়। কেউ কয়লা ভাঙিয়ে চুল্লিতে দিচ্ছে আবার কেউ মাটি মেশানোর কাজ করছে। 

 

এ বিষয়ে প্রশ্ন করা হলে  সকল কাগজপত্র ঠিক করার কাজ চলছে বলে জানায় ভাটা কর্তৃপক্ষ।  



এ বিষয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি জালাল কোম্পানি জানান, 'মাহি এন্টারপ্রাইজ (মাহি ব্রিকস) সমিতিতে থাকলেও সমিতির কাছে কোন সহযোগিতা চায়নি। ফোন দিলে রিসিভ করেনা। আর ওই ভাটার মালিককে অন্তত ২০ বার ফোন দিয়েছি, সে রিসিভ করে না।'


এদিকে, নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক

ধামরাই
প্রশাসক
নোটিশ
'মাহি ব্রিকস'

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন