আন্তর্জাতিক২০ জানুয়ারি শপথ গ্রহণের পর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিল কার্যক্রমে প্রবাসী বাঙালিদের অবস্থা
ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০ জানুয়ারি শপথ গ্রহণের পর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর থেকেই বিভিন্ন রাজ্যে শুরু হয় নথিপত্রহীন অভিবাসীদের ধারপাকড় অভিযান।
অভিযান শুরু হতে না হতেই নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস)। এতে সেখানে আতঙ্কে রয়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা।
শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন–সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিলসহ নতুন ৪৭টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র
নাগরিকত্ব
বাঙালি
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর