সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০১৫ সালে কুমিল্লায় নাশকতার মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

আজ বুধবার (২২ জানুয়ারি)  কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন। 

২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়।

পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরো ১০ জনের নাম যুক্ত করে পুলিশ। ২০ জানুয়ারি (সোমবার) মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন। বাকী ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হওয়ায় অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন।  

কুমিল্লা
নাশকতা
মামলা
বিএনপি
চেয়ারপারসন
খালেদা জিয়া

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন