আন্তর্জাতিকতুরস্কে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ও দগ্ধ হয়েছেন আরও ৫১ জন।
তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৬, বাড়তে পারে সংখ্যা
ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তুরস্কে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ও দগ্ধ হয়েছেন আরও ৫১ জন।
নিহত সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া হয়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কাঠের তৈরি ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন লাগে। হোটেলটিতে আগুন লাগার সময় অন্তত ২৩৪ জন ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে জানালা দিয়ে ঝঁপিয়ে পড়ে দুজন নিহত হন। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
তুরস্ক
অগ্নিকাণ্ড
মৃত্যু
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর