আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার খবর
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা ও ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভিন্ন জায়গায় কুয়াশার ঘনত্ব বেশি কম হতে পারে। আবার কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্তও গড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে তিন দিন সারা দেশে তাপমাত্রা ও কুয়াশা কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী দুই দিন অর্থাৎ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী শুক্রবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
১২৬ বার পড়া হয়েছে