সর্বশেষ

আন্তর্জাতিক

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইউএনএইচসিআর হাইকমিশনারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের মধ্যেই সশয় বের করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও  জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য এই তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছে।


 

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় একটি নিয়ম-ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব।

এদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশকে সমর্থন করবে বলে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি। 

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে গ্র্যান্ডি এই মন্তব্য করেন।

গতকাল মঙ্গলবার রাতেই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। রোহিঙ্গা সংকটের জন্য, বিশেষ করে এই বছরের শেষের দিকে এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা সমর্থন চাওয়ার পর গ্র্যান্ডি বলেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।

ফিনল্যান্ড
প্রেসিডেন্ট 
ইউএনএইচসিআর
হাইকমিশনার
ড. ইউনূস
বৈঠক

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন