বাড়ি ফিরলেন সাইফ, ৭দিন পূর্ণ বিশ্রামের নির্দেশনা চিকিৎসকের
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যাপক নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতীয় সুপারস্টার সাইফ আলী খান।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ৬ দিন চিকিৎসা গ্রহণের পর মঙ্গলবার (২১ জানুয়ারি) পুর ২টার পর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। তবে তার ‘সৎগুরু শরণ’ আবাসনে নয়। সেখান থেকে কিছুটা দূরে অন্য এক বাড়িতে উঠেছেন এ অভিনেতা।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আগামী এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি। কারণ তার জখম এখনও পুরোপুরি শুকায়নি।
দুপুরের দিকে হাসপাতালে সাইফের কাছে তার মা শর্মিলা ঠাকুর আর স্ত্রী কারিনা ছিলো বলে জানা যায়।
এর আগে গত বৃহস্পতিবার বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ী। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত আড়াইটার দিকে জখম সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায় তার ছেলেরা। এরপর হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয় নায়ককে।
১৬৭ বার পড়া হয়েছে