সর্বশেষ

সারাদেশ

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুরে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। তার তিন জনেই এক অপরের সম্পর্কে বন্ধু ছিলেন। 

নিহতরা হলেন- লালপুরের ধলা হিন্দুপাড়া এলাকার শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), একই এলাকার রতন সরকারের ছেলে স্বপন সরকার (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কদিমচিলানের সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাড়ির এসআই মো. কামরুজ্জামান জানান।

পুলিশ জানায়, 'মোটরসাইকেলটি তিন আরোহীকে নিয়ে ধলা হিন্দুপাড়ার দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি খালি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়।'  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন