সর্বশেষ

আন্তর্জাতিক

তুরস্কে হোটেলে ভয়াবহ আগুনে ১০ জনের মৃত্যু, কোনো বাঙালির খবর জানা যায়নি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে স্কি রিসোর্টের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতারে ভর্তি আছে ৩২ জন। 

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলে রাতভর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে ঠিক কী কারণে হোটেলে আগুন ধরেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। 


আগুন নেভাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ২৬৭ জন কাজ করছে এবং এই তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। 

রাত সাড়ে ৩টায় ১১তলা হোটেলের চতর্থ ফ্লোরে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ঘণ্টাব্যাপী কাজ করছেন দমকলকর্মীরা।  

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে আয়দিন বলেছেন, আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় দুইজন মারা গেছেন। হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন বলে জানান তিনি। তবে সেখানো বাঙালি আছে কি না খবর জানা যায়নি।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন