অপরাধ
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ৪৮ লাখ টাকা মূল্যের কসমেটিকস্সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস্সহ ১ চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ৪৮ লাখ টাকা মূল্যের কসমেটিকস্সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের পুলিশ।
গ্রেফতারকৃতের নাম ফিরোজ আলম বাবু (৩৭)। গ্রেফতারের সময় তার কাছে চোরাই পণ্যের ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রী ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত দিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় অবৈধ স্কিনকেয়ার সামগ্রী মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে জানায়পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত ফিরোজসহ ওই চোরাকারবার চক্রের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও খিলগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
১৯৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর