মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ১৮টি চোরাইকৃত মোবাইল ফোনসেটসহ চোরাকারবারি চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি'র পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম, মোহাম্মদ আলী (৪২)।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় পল্লবী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়, জানিয়েছে পুলিশ।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পল্লবী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা ১৮টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় পল্লবী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী মোবাইল ফোন চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। সে ও চক্রের অন্যান্য সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোনসেট কমদামে সংগ্রহ করে পল্লবী থানা এলাকাসহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
১৪৪ বার পড়া হয়েছে