সারাদেশবান্দরবান জেলা যুব অ্যালায়েন্সের উদ্যোগে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ১৩৫টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে ইয়ুথ অ্যালায়েন্স।
বান্দরবানে ইয়ুথ অ্যালায়েন্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বান্দরবান প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলা যুব অ্যালায়েন্সের উদ্যোগে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ১৩৫টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে ইয়ুথ অ্যালায়েন্স।
শীতের তীব্রতায় সহযোগিতার হাত বাড়ানোয় এটি একটি কার্যকরী উদ্যোগ ছিল সংগঠনটির। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বান্দরবানের রুমা উপজেলার ম্রো পাড়ায় কম্বল, টুপি, মোজা, সোয়েটার এবং জ্যাকেট তুলে দেয়া হয় শীতার্ত মানুষের হাতে। মোট ১৩৫টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলার স্থানীয় তরুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এবং ইয়ুথ অ্যালায়েন্স সেভেন্টিনের সভাপতি জোনাইদ সাঈম ও সেক্রেটারি তারেকুল ইসলামের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মন্তা তঞ্চঙ্গ্যা, নু ম্যাউ মার্মা, ঋদ্ধ চাকমা, হ্লা খিনু মারমা, খালিদ বিন নজরুল, খালেদ বিন মাহাবুব, মিজানুর রহমান, আব্দুল আজিজ আকাশ, নিশাত বড়ুয়াসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন বড়ুয়া।
২৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর