সর্বশেষ

আন্তর্জাতিক

চুক্তি অনুযায়ী গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হামাসের সঙ্গে করা চুক্তি ইসরাইলের মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

শুক্রবার বেশ কয়েকঘণ্টা ধরে আলোচনা ও ভোটাভুটির পর গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ইসরাইলের মন্ত্রিসভা।



যুদ্ধবিরতির পক্ষে ছিলেন ২৪ জন মন্ত্রী এবং আট জন বিরোধিতা করেন। এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, সরকার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়টি অনুমোদন করেছে। রবিবার (আজ) থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও গত দুই দিনে গাজায় ইসরাইলি হামলায় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নিয়ে গত ১৫ মাসে প্রায় অর্ধলাখ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে আরও কয়েক লাখ।


আজ থেকে শুরু করে আগামী ছয় সপ্তাহ ধরে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হবে। প্রথম পর্যায়ে ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে হামাস। তার মধ্যে আজই তারা তিন জনকে মুক্তি দেবে। একজন ইসরাইলি বন্দি ছাড়া হলে প্রথম দফায় ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরাইল। তারা প্রতিদিন ত্রাণসামগ্রী নিয়ে ছয়শটি ট্রাক ফিলিস্তিনে যেতে দেবে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন