ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে ছিনতাই করার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানাধীন ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো, সাইফুল মিয়া (২৬), মেঃ খুরশিদ আলম (২০), মোঃ রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এ সময় তাদের কাছে থাকা তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি স্টিলের চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়েকজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
১২৫ বার পড়া হয়েছে