ছদ্মবেশে অপহরণকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পুলিশের ছদ্মবেশে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি'র খিলগাঁও থানা পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), মোছাঃ সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), মোঃ মুক্তাজুল সরকার (৩৪), মোঃ মারুফ হাসান (২৫), নূর মোহাম্মদ (৩৫) ও মোঃ মাহমুদ হাসান (২৬)।
শুক্রবার (১৭ জানুয়ারি) জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে খিলগাঁওয়ের একটি দোকান থেকে শাহান আলী (৫০) কে রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাত ১০-১৫ জন জোরপূর্বক একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। পরে একইদিন রাত সাড়ে ১০টায় শাহান আলীর পুত্রবধূর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শাহান আলীর ভাগ্নে মোঃ সোহেল রানার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
১৩২ বার পড়া হয়েছে