অশ্লীল ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইলার চক্রের ৩ জন গ্রেফতার
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
এসব ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেখিয়ে ব্ল্যাকমেইল করতো তারা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম (২৫), মোঃ শরীফ (২৩) ও মোঃ ইস্রাফিল (২২)।
শুক্রবার (১৭ জানুয়ারি) যাত্রাবাড়ীর ফলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, আজ থেকে পনের দিন আগে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে গণধর্ষণের শিকার এক ভিকটিমের সাথে পরিচয় হয় চক্রটির মূল হোতা গ্রেফতারকৃত মাসুমের। পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এই সম্পর্কের সূত্র ধরে গত শনিবার (১১ জানুয়ারি) ভিকটিমকে কাজলারপাড় এলাকায় এক বাসায় ডেকে আনে মাসুম। সেই বাসায় জোরপূর্বক আটকে রেখে মাসুম প্রথমে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার দুই বন্ধু ইস্রাফিল ও শরীফ ভিকটিমকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে তারা ভিকটিমকে ধর্ষণের আপত্তিকর ভিডিও দেখিয়ে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। তখন ভিকটিম তার নিকট থাকা নয় হাজার ৫০০ টাকা তাদেরকে প্রদান করে। এরপর থেকে একের পর এক হুমকি দিয়ে যেতে থাকে মাসুম। এ পর্যায়ে সে যাত্রাবাড়ী থানা পুলিশকে জানাতে বাধ্য হয়।
থানা সূত্রে আরো জানা যায়, ঘটনাটি অবহিত হওয়ার পরে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ভিকটিমের সাথে কৌশলে যোগাযোগ রক্ষার মাধ্যমে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর ফলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তিনটি মোবাইলফোন ও নগদ ৮ হাজার ৬৫০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে যাত্রবাড়ী থানায় ধর্ষণসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানানে হয়।
১৩৭ বার পড়া হয়েছে