সর্বশেষ

সারাদেশ

চৌকা সীমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে এই উত্তেজনার শুরু হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা  জানায়, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে এসে আমগাছের ডালপালা কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। 

এর পরেই তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে  কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে।  

 

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে।

চৌকা
সীমান্ত
ককটেল
আহত
বিস্ফোরণ

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন