সারাদেশবান্দরবান জেলার আলীকদম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহীর নিহতের সংবাদ পাওয়া গেছে।
বান্দরবানে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বান্দরবান প্রতিনিধি
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহীর নিহতের সংবাদ পাওয়া গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বান্দরবান আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. বেলাল নামে এক মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেলেও অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আলিকদম থেকে দু'টি ট্রাক বেপরোয়া গতিতে চলায় কক্সবাজার (ল-১১২৩৮৮) ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বান্দরবান
আলীকদম
মোটরসাইকেল
ট্রাক
নিহত
১৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর