কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি ও এশিউর গ্রুপের কর্ণধার এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী।
সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ও দুদকের পরিচালক আবুল হোসেন। সভার শুরুতেই দুআ ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম সচিব মোহাম্মদ মহিবুল্লাহ সায়েম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, আকতার উজ জামান, সহ সভাপতি কাজী আতিউর রহমান জামিল, মো: সিরাজুল ইসলাম, প্রকৌ: মাহাবুবুল আলম সরদার, আব্দুল মজিদ বাবু, সাহিত্য ও প্রকাশনা সচিব আমিরুল ইসলাম প্রমুখ।
এ সময় নির্বাহী কমিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে মুল্যবান মতামত প্রদান করেন।
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকায় বিভিন্ন শ্রেণিপেশার কুষ্টিয়া জেলার মানুষ নতুন নতুন বিভিন্ন প্রকার সাফল্যলাভ করছে এবং সংগঠনকে আলোকিত করেছেন। এ বিষয়ে নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং কুষ্টিয়াবাসীকে ধন্যবাদ জানান ও সমিতির প্রতি তাদের আস্থার প্রশংসা করেন এবং আস্থা অব্যাহত রাখারও অনুরোধ জানান। আগামী দিনগুলিতে কুষ্টিয়াবাসীর কল্যাণে বৃহৎ কর্মসূচী এবং নতুন নতুন প্রোগ্রাম হাতে নেওয়ার ঘোষণা করেন নতুন দায়িত্ব নেওয়া সভাপতি শেখ সাদী।
এছাড়া কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নবগঠিত নির্বাহী পরিষদের প্রথম জরুরী সভায় বেশকিছু গুরুরত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে আগামী ২০ ফেব্রুয়ারি মানিকগঞ্জে সভাপতির মালিকানাধীন 'ডেরা রিসোর্টে' বার্ষিক বনভোজনের তারিখ নিদ্ধারণ করা হয়। এরপর রাতে ডিনারপার্টি শেষে সভা সমাপ্ত করা হয়।
১২০ বার পড়া হয়েছে