সর্বশেষ

সারাদেশ

এবার মিয়ানমার থেকে এলো চালের প্রথম চালান

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথম চালানেই মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জি টু জি ভিত্তিতে এসব চাল আমদানি করা হয়েছে। 



আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে চাল আমদানির প্রভাব পড়বে বাজারে। এতে কমতে পারে দাম, এমনই ধারণা করছে ব্যবসায়ী মহল।

 

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


 

গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল সরবরাহ করেছে। চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে। চলতি মাসে আরো এক দফায় ভারত থেকে চাল এসেছে দেশে। 

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন