আদিবাসীদের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচারের দাবি পার্বত্য সংগঠনের
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার ঘটনায় স্টুডেন্ট ফর সভরেন্টির হামলাকারীদের নামে মামলা দায়ের করা হয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও ৩০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
ওই ঘটনায় মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আদিবাসীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচারের পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন।
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেয়ার প্রতিবাদে রাস্তায় নামা আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা ও সচিবালয়ে যাওয়ার পথে জলকামান ও লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনার দ্রুত বিচারের পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার এই দাবি জানানো হয়।
১০৮ বার পড়া হয়েছে