রাজনীতি'টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের। তিনি লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার বংশগত যে অভ্যাস তা তিনি বাদ দিতে পারেননি', এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
টিউলিপ এমপি হওয়ার পরও রক্তের অভ্যাস বদলায়নি : রিজভী
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৩:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
'টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের। তিনি লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার বংশগত যে অভ্যাস তা তিনি বাদ দিতে পারেননি', এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু । তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন।
এছাড়া তিনি বক্তব্যে এটিএম খালেদ হত্যার বিচার এখনও না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিমসহ অনেকে।
টিউলিপ
এমপি
রিজভী
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর